৭৮তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ১৯ মে (সোমবার) জেনেভায় শুরু হয়েছে। সম্মেলন কিছু দেশের ‘তাইওয়ানকে পর্যবেক্ষক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশগ্রহণের’ প্রস্তাবকে সম্মেলনের এজেন্ডায় অন্তর্ভুক্ত করতে অস্বীকৃতি জানায়। এটা সম্মেলনটি টানা ৯ বছর ধরে তাইওয়ান সম্পর্কিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি ছেন সিয়ু বলেন, চলতি বছর হল বিশ্ব ফ্যাসিবাদ- বিরোধী যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী এবং তাইওয়ানের আইনগতভাবে চীনের অংশ হওয়ার ৮০তম বার্ষিকী।
তাইওয়ান চীনে প্রত্যাবর্তন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় এবং যুদ্ধোত্তর আন্তর্জাতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অংশ। জাতিসংঘের ২৭৫৮ নং প্রস্তাব ও বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ২৫.২ নং প্রস্তাব ইতিমধ্যে তাইওয়ানসহ সমগ্র চীনের প্রতিনিধিত্বের সমস্যাটি সম্পূর্ণরূপে সমাধান করেছে।
তিনি বলেন, তাইওয়ান সমস্যা হল চীনের অভ্যন্তরীণ ব্যাপার ও গৃহযুদ্ধের অবশিষ্ট সমস্যা। যদিও চীনের মূলভূখণ্ড ও তাইওয়ান একত্রিত হয়নি, তবে তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অংশ, তা কখনও পরিবর্তিত হয়নি।
তিনি জোর দিয়ে বলেন, চীনের কেন্দ্রীয় সরকার সবসময় তাইওয়ান জনগণের কল্যাণের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। তথাকথিত ‘আন্তর্জাতিক মহামারী প্রতিরোধ ব্যবস্থার ফাঁক’ প্রস্তাবটি বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ।
সূত্র : তুহিনা- হাশিম -স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।