নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে
প্রাইভেট কারের ধাক্কায় মারা গেছেন ৭৫ বছর বয়সী এক বাংলাদেশী
ইমাম। নিহত ব্যক্তির নাম মো. মুহিবুর রহমান (ইন্নালিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ব্রঙ্কসের টার্নবুল এভিনিউ-এর
ক্যাসল হিল আইডিয়াল ইসলামিক সেন্টারের ইমাম ছিলেন। ইতিপূর্বে
তিনি দীর্ঘদিন পার্কচেস্টার জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে
দায়িত্ব পালন করেন।
জানা গেছে, ঘটনার সময় সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে
এশার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন ইমাম মুহিবুর রহমান।
এসময় টার্নবুল এভিনিউ ও ক্যাসল হিল স্ট্রিট-এর ওপরে একটি
বেপোরোয়া প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা
যান। সিটিতে ২৫ মাইল বেগে গাড়ী চালানোর নিয়ম থাকলেও
প্রাইভেট কারটির গতিবেগ ছিলো ৫০-এর উপরে। ফলে চলন্ত গাড়ীর
ধাক্কায় ইমাম মুহিবুর রহমান ৪০/৫০ ফুট দূরত্বে ছিটকে পড়েন এবং
ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় ব্রঙ্কসের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে
এসেছে। নিহত ইমাম মুহিবুর রহমানের দেশের বাড়ি সিলেটের
গোলাপগঞ্জ উপজেলার বানিগ্রামে। তিনি প্রায় ২০ বছর ধরে সপরিবারে
ব্রঙ্কসে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে
রেখে গেছেন বলে জানা গেছে। তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রেই
বসবাস করছেন।
এদিকে নিহত ইমাম মুহিবুর রহমানের নামাজে জানাযা মঙ্গলবার (২৬
সেপ্টেম্বর) বাদ এশা পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ বুধবার নিউজার্সীর মুসলিম কবর
স্থানে দাফন করা হয়।
নিউইয়র্কে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশী ইমামের মৃত্যু
প্রকাশিত: ০৩ মে, ২০২৫, ০৬:২৩ এএম

প্রবাস রিলেটেড নিউজ

প্রবাসীদের সমস্যা ও সমাধানের লক্ষ্যে ১২ দফা মৌলিক দাবী উত্থাপন

GOVERNOR HOCHUL LAUNCHES $60 MILLION NONPROFIT INFRASTRUCTURE CAPITAL INVESTMENT PROGRAM

জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে শেখ হাসিনার গৃহিত পদক্ষেপের প্রশংসায় কংগ্রেসম্যান অ্যান্ড্রু

বাংলাদেশ নিয়ে মাথা ঘামানো কী ভন্ডামি নয়?: কংগ্রেসওম্যান লুইস ফ্র্যাঙ্কেল

GOVERNOR HOCHUL ANNOUNCES MAJOR PRIVATE INVESTMENT IN STATEN ISLAND SHIPPING TERMINAL

প্রধানমন্ত্রীকে স্বাগতম জানিয়ে নিউইয়র্ক মহানগর আ. লীগের পথসভা

শোকের মাস আগস্ট শুরু যুক্তরাষ্ট্র আ. লীগের মাসব্যাপী কর্মসূচী শুরু

এন্টিকরাপশন চ্যাম্পিয়ন রোজিনা ইসলাম-কে সংবর্ধিত করেছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব