নিউইয়র্ক (ইউএনএ): আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নতুন স্কুল
ইয়ার (২০২৪-২০২৫)। ফলে ৫ সেপ্টেম্বর থেকে নিউইয়র্কের স্কুলগুলোতে
ক্লাশ শুরু হবে। নতুন স্কুল ইয়ার উপলক্ষ্যে কমিউনিটিতে চলছে ‘ব্যাক
টু স্কুল’ কর্মসূচী। এতে সমাজিক সংগঠন বাংলাদেশী
হিউমেনেটেরিয়ান এইড এন্ড লীডারশীপ আউটরীচ (ভালো) ছাড়াও
বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্কুল সামগ্রী বিতরণ করা
হচ্ছে। এই কর্মসূচীর আওতায় ব্যতিক্রমী আয়োজনে ভালো’র উদ্যোগে
স্কুল সাপ্লাই বিতরণ করা হয়।
স্কুল সাপ্লাই বিতরণ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২২ আগষ্ট) অপরাহ্নে
জ্যামাইকার হিলসাইড এভিনিউ ও ১৭৩ স্ট্রীটে ভালো’র পক্ষ থেকে
আয়োজিত কর্মসূচীতে নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বীম্যান জোহরান
মামদানী ও কুইন্স ডিষ্ট্রিক্ট এটর্নী মেলিন্ডা কাটস যোগ দেন এবং
এই কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন। বেলা তিনটা থেকে বিকেল
পর্যন্ত এই কর্মসূচী চলে। এতে অনলাইনে রেজিষ্ট্রেশনকৃত ৩০০
শিক্ষার্থী ছাড়াও ৫ শতাধিক স্কুল শিক্ষার্থীর মাঝে বিভিন্ন সামগ্রী
যেমন- ব্যাগ, খাতা, পেন্সিল, ইরেজাার, সার্পেনার, মার্কার, স্কেল, কলম
প্রভৃতি বিতরণ করা হয়। বিপুল সংখ্যক বাংলাদেশী ছাড়াও অন্যান্য
কমিউনিটির শিক্ষার্থীরা অভিভাবকদের সাথে লাইনে দাঁড়িয়ে স্কুল
সামগ্রী গ্রহন করে। ভালো’র পাশাপাশি এই কর্মসুচীতে ডিএইচ
হোম কেয়ার, রিভারটেল, খানস টিউটোরিয়াল ও আরকিউএম
টিউটোরিয়াল সহযোগিতায় ছিলো। এছাড়াও শিক্ষার্থীদের
বিনোদনের জন্য নানান খেলা, চকলেট-জুস-কেন্ডি প্রভৃতিও বিতরণ
করা হয়। আরো ছিলো ফি আইসক্রিম আর বাংলাদেশের ঐতিহ্য রিক্সায়
উঠে ছবি তোলার ব্যবস্থা।
ভালো’র প্রতিষ্ঠাতা শাহরিয়ার রহমানের নেতৃত্বে সংগঠনের
কর্মকর্তা ও একদল স্বেচ্ছাসেবী উল্লেখিত কর্মসূচী বাস্তবায়ন করেন।
‘ব্যাক টু স্কুল-২০২৫’ ব্যাতিক্রমী আয়োজনে ভালো’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:১৪ পিএম

প্রবাস রিলেটেড নিউজ

GOVERNOR HOCHUL ANNOUNCES RECORD SETTING TOURISM MILESTONES FOR NEW YORK STATE

জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা’র সভায় সিদ্ধান্ত ১৯ জন নতুন সদস্য

পরানে আগ্রাবাদ নিউইয়র্ক’-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

" কানাডার ফুল, পাখি এবং বৃক্ষের গীতিকাব্য" প্যামেলিয়া রিভিয়ের

ভোট পেতে নানা প্রতিশ্রুতি বাংলাদেশ সোসাইটির নির্বাচন : গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা : ৫ কেন্দ্রে ভোট গ্রহণ
.jpg)
নিউইয়র্কে চুরাশিয়ানদের ইফতার আয়োজন
.png)
How Eric Adams’ MyCity Portal Became a $100 Million Question Mark

"গানে গল্পে কথায়" শান্তনু ভৌমিকের একক সংগীত অনুষ্ঠান