দীর্ঘদিন ধরে দুপচাঁচিয়া উপজেলা এলাকার বিভিন্ন মেলায় মাটি তৈরি জিনিসপত্র তেমনভাবে চোখে না পড়লেও এবার দুর্গাপূজা মেলায় ফিরেছে বাহারি মাটির শিল্প। মাটির আকর্ষণীয় জিনিসপত্র কিনতে রীতিমতো ক্রেতাদের ভিড় জমছে দোকানে।
তালোড়া পৌরসভাধীন খাড়িয়া নিশিন্দারা মহল্লার মৃৎশিল্পী সুদেব পাল (৫২) জানায়, মহামারী করোনা ভাইরাসের বিস্তাররোধে প্রায় দু'বছর মেলা তেমনভাবে হয়নি। তাই মাটির জিনিসপত্র তৈরি করা ছিল বন্ধ। এসময় অনেকে পেশাও ছেড়েছে। এবার মেলা উপলক্ষে অনেক জিনিসপত্র তৈরি করা হয়েছে। তবে মাটি শিল্পের বেশ চাহিদাও লক্ষ্য করা যাচ্ছে।
পূজা মন্ডপ ঘিরে জমে ওঠা বিভিন্ন মেলায় গিয়ে দেখা গেছে, মেলার অনেক অংশজুড়ে রয়েছে মৃৎ শিল্পের দোকান। সকাল থেকে রাতব্যাপী দোকানগুলোতে চলছে কেনা-বেচা। মাটির তৈরি শিশুখেলনার মধ্য রয়েছে বিভিন্ন পশুপাখি, ফল, গৃহস্থালী জিনিসপত্র ও মাটির ব্যাংক কিনতে ক্রেতাদের আকর্ষণ বেশি। দামও রয়েছে নাগালের মধ্য।
উল্লেখ্য, দুপচাঁচিয়া উপজেলায় এবার ৪২টি মন্ডপে দুর্গাপূজা অনু্ষ্ঠিত হচ্ছে।
দুপচাঁচিয়ায় পূজা মেলায় ফিরেছে মাটির শিল্প।
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ১০:০৫ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

বিজয়করায় গরু ডাকাতি উদ্ধারে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পুলিশ নীরব

যেভাবে রক্ষা পেয়েছিলাম -- আবু তাহের খোকন

আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দুঃখ ভারাক্রান্ত বাংলাদেশ

অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে প্রগেসিভ এন্ড অল্টারনেটিভ রক ব্যান্ড ‘স্টোন

দুপচাঁচিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৫শ’ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ

অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে তীব্র প্রতিক্রিয়া

সভ্যতার অনুপম নিদর্শন আত্রাইয়ের তিন গুম্বুজ মসজিদ ও মঠ