ওয়াশিংটন ডিসি: শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপিত হয়েছে। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ও ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যেগে ১৭ অক্টোবর সোমবার রাত ১২:০১ মিনিটে কেক কেটে এই জন্মদিনের উৎসব পালিত হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যের মতো নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। অনুষ্ঠানে ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এক মিনিট নিরবতা পালন শেষে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।