সেই অনেক পুরনো দিন থেকে আমরা বাঙালী সত্ত্বা ধারণ করে বিশ্বাস করি বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, কুপমন্ডুকতা পরিহার করে উদারনৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা যোগায়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। অন্যদিকে, পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদ্যাপিত হয় নববর্ষ। গত ২৭ শে এপ্রিল কুইন্স এর আগ্রা প্যালেস রেস্টুরেন্ট এন্ড পার্টি হল এ অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা ছাত্র ছাত্রীদের আয়োজনে বৈশাখ - ১৪৩১। বিপুল সংখ্যক সদস্য তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করে। ইউ এস এ ৯৭-৯৯ সংগঠনটির এডমিন জামিল সারোয়ার এর সন্চালনে অনুষ্ঠানটি শুরু হয়। এরপরে প্রথমেই স্বাগতিক বক্তব্য দেন সংগঠনটি অন্যতম এডমিন শামস শাহরিয়ার। পান্তা, ইলিশ মাছ, পিঠা সহ নানারকম খাবারে এবং বিভিন্ন রকম আয়োজনের পুরো অনুষ্ঠান জুড়েই ছিল দেশীয় আমেজ।
সংগঠনটির “বৈশাখ -১৪৩১“ শে যোগদান করার জন্য আমেরিকার বিভিন্ন স্টেট থেকে সংগঠনটির সদস্যরা আসেন তাদের পরিবার নিয়ে। আগত সকলের মধ্যে ছিল সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন। ২০১৮ এ ফেইসবুক ভিত্তিক গড়ে উঠা সংগঠন ইউ এস এ ৯৭-৯৯ এর এডমিন প্যানেল প্রতিনিয়ত আয়োজন করে চলেছিল একের পর এক সফল অনুষ্ঠান। সংগঠনটির এডমিন জামিল সারোয়ার জনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন বিশ্ব মহামারী করোনার কারণে অনেকগুলো পহেলা বৈশাখ আমরা উদযাপন করতে পারিনি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা স্বাভাবিক জীবনে ফিরে এসেছি, আর এই জন্যই আমাদের মেম্বারদের জন্য এই বৈশাখ আয়োজন করি বলে জানান। সংগঠনের সকল সদস্যদের নিয়ে আরো বড় পরিসরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির এডমিন শামস শাহরিয়ার। প্রতিষ্ঠাতা এডমিন তানভির আতাহারি এবার অনুষ্ঠান এ অনুপস্থিত ছিলেন।
দশজন সদস্য নিয়ে গড়ে উঠা সংগঠন এখন ইউএসএর বিভিন্ন অঙ্গরাজ্যে চার শতাধিকের অধিক সদস্য নিয়ে পরিপূর্ণতা লাভ করছে। আমন্ত্রিত অতিথি দের মধ্যে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেক মালিক, কমিউনিটি অ্যাফেয়ার্স সার্জেন্ট আব্দুল লতিফ , আসা হোমকেয়ারের সিইও আকাশ রহমান, আসা হোমকেয়ারের চেয়ারম্যান এশা রহমান, সো টাইমস্ মিউজিকের সিইও আলমগীর খান আলম, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবীব, প্রেসক্লাবের সভাপতি রাশেদ আহমেদ, এটিএন বাংলা সাংবাদিক কানু দত্ত, এ টিভির সৌরভ ইমাম, ফটোগ্রাফার নিহার সিদ্দিকী,
সাংবাদিক সেলিম, ABCH এর এডমিন তরিকুল ইসলাম মিঠু অংশগ্রহণ করেন। সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রাজীব, আফতাব জনি, খন্দকার সোহাগ, কানিজ ফারজানা , লায়লা হক রাবু এবং তানভীর হাসান এছাড়া নৃত্য পরিবেশন করে ইনায়া যায়না। পরিশেষে এডমিন জামিল সারোয়ার জনি তার বক্তব্যের মাধ্যমে বৈশাখ -১৪৩১ এর পরিসমাপ্তি ঘোষণা করেন।
ইউ এস এ ৯৭-৯৯ এর সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০১:৩০ পিএম
.jpg)
প্রবাস রিলেটেড নিউজ
.jpeg)
নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে বাংলা নববর্ষ-১৪৩১ এবং বিশ্বকবি ও জাতীয় কবির জন্ম বার্ষিকী উদযাপিত

ম্যাসাচুয়েটস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, নজরুল গবেষক ড. উইনস্টন ল্যাঙলি -এর সাথে কনসাল জেনারেলের বৈঠক
.jpg)
পিঠা ও বৈশাখী উৎসবে বাঙালিয়ানার ছোঁয়া

ইউএস আর্মি ওয়ার কলেজ প্রতিনিধিদলের বাংলাদেশ মিশন পরিদর্শন

Artists can begin their journey right from abstract: Saleem Khurshid

জমকালো অনুষ্ঠানে পর্দা উঠল বিশ্বকাপ ফুটবলের

‘Sheikh Russel Day’ observed in Washington DC

গভীর ভালোবাসা ও পরম মমতায় রোমে শেখ রাসেলের জন্মদিন পালন