এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : (০৯ ডিসেম্বর শনিবার ) সকাল ০৯ ঘটিকায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে "আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩" এর দিনব্যাপী আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।এরপর তিনি বগুড়া শহরের সাতমাথায় দুর্নীতিবিরোধী সচেতনতামূলক র্যালি ও মানববন্ধনে অংশগ্রহণ করেন সকাল ১০ ঘটিকায় বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে দুর্নীতিবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, বিপিএম (সেবা), পিপিএম; বগুড়া জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, জাহাঙ্গীর আলম, উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন বগুড়া, ফিরোজা পারভীন,
উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর; অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বগুড়া; জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, টিআইবি এবং অন্যান্য এনজিও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিএনসিসি, জেলার বিভিন্ন পেশাজীবি নাগরিক সমাজ,সাংবাদিকবৃন্দ এবং দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন ও জেলার অন্যান্য অফিসের কর্মকর্তাবৃন্দ। "উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দুর্নীতিকে সম্মিলিত ভাবে প্রতিরোধ করার অঙ্গীকার করা হয়।
বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
প্রকাশিত: ০৩ মে, ২০২৫, ০৭:৩৩ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

অনলাইন পোর্টাল প্রবাহ অনলাইনডট কমের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

চুয়াডাঙ্গা জীবননগরের সেনেরহুদায় গবাদিপশুর ভ্যাক্সিনেশন কর্মসূচি

নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত

১৯৭১ঃ মুক্তিযুদ্ধ ও বিজয়-----ডক্টর মুহম্মদ আব্দুস সামাদ সিকদার

সাগরের গল্প- ভ্রমন কাহিনী নির্ভর উপন্যাস বলা যায় এই বইটিকে

১৯৪৮ সালে পাকিস্তান পার্লামেন্টে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম দাবী তোলেন অন্যতম রাষ্ট্রভাষা হওয়া উচিত বাংলা

জাতীয় শিক্ষা সপ্তাহে ঘ-বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আদমদীঘির দিতী সরকার

নিজেকে বাঙালি ভাবলেই খুশিতে ভরে উঠে মন..কানিজ তাহামিনা