নিউইয়র্কে তৃতীয়বারের মতো বিপুল উৎসাহে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ইউএসবিসিসিআই) আয়োজিত রিভারটেল বিজনেস এক্সপো-২০২৪ অনুষ্ঠিত হলো। অভিবাসী ও সংখ্যালঘু-মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদান এবং উন্নয়নের সুযোগ তৈরি করতে মনোনিবেশ করা, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রবাসী বাংলাদেশীদের নতুন ব্যবসার জন্য পরামর্শ এবং ব্যবসা সম্প্রসারণের সকল ধরনের সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে বিশেষ করে স্মল বিজনেসকে প্রমোট করতেই শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী লাগোর্ডিয়া মেরিয়ট হোটেলের বলরুমে এই এক্সপো’র আয়োজন করা হয়। এছাড়াও এক্সপোতে ১৪ জন বিশিষ্ট নারী উদ্যোক্তাকে সম্মাননা জানানো হয়। তাদের হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট। এক্সপোতে অর্ধশতাধিক স্টল প্রদর্শনী ছিলো। এর মধ্য দিয়ে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান তাদের পণ্য এবং সেবাসমূহ প্রদর্শনের সুযোগ পায়। এতে মর্টগেজ, ব্যাংক, সিপিএ, রিয়েল এস্টেট, রেষ্টুরেন্ট প্রভৃতি ক্যাটাগরীর স্টল দর্শকদের দৃষ্টি কাড়ে। আয়োজকদের প্রত্যাশা এমন এক্সপো বাংলাদেশী কমিউনিটির উপকারের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে। সকালে ব্রেকফাস্ট পরিবেশেনের মধ্য দিয়ে শুরু হওয়া এবারের এক্সপো’র কর্মকান্ড চলে বিকেল ৫টা পর্যন্ত। এক্সপো’র কর্মকান্ডের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, আমন্ত্রিত অতিথি ও আয়োজকদেও সংক্ষিপ্ত বক্তব্য, বিজনেস সেমিনার, জনপ্রিয় খলিল বিরিয়ানীকে ফ্রানচাইজ-এর আনুষ্ঠানিক ঘোষণা প্রভৃতি। এক্সপোতে কীনোট স্পীকার ছিলেন এমডবিøউবিই এন্ড স্মল বিজনেস ডিভিশন অব মাইনরিটি’র এক্সিকিউটিভ এডভাইজর জেনী লো।
এক্সপো’র বিভিন্ন পর্বে নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান জোহরান কে মামদানী, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান, বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের সহ মূলধারার বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য রাখেন। ইউএসবিসিসিআই’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ লিটন আহমেদ সহ বোর্ড সদস্য শেখ ফরহাদ, আহাদ আলী সিপিএ, ইসমাইল আহমেদ, মিলি এ ভূঁইয়া, রফিক খান, মোহাম্মদ বদরুদ্দুজা সাগর প্রমুখ বক্তব্য রাখেন। বিজনেস এক্সপো চলাকালে অপরাহ্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রথম বাংলাদেশী রেস্টুরেন্ট হিসাবে খলিল বিরিয়ানির ফ্রানচাইজিস সার্টিফিকেট প্রাপ্তির ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ইউএসবিসিসিআই) যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রতিশ্রæতিবদ্ধ একটি প্রধান সংস্থা। ইউএসবিসিসিআই বাংলাদেশী-আমেরিকান উদ্যোক্তা এবং পেশাদারদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে যা সহযোগিতা এবং সমর্থনের সুযোগ প্রদান করে। যা বাংলাদেশী কমিউনিটিকে আরও ক্ষমতায়িত এবং ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করে।
নিউইয়র্কে ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো অনুষ্ঠিত ১৪ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান
প্রকাশিত: ০১ মে, ২০২৫, ০৬:৪২ এএম

প্রবাস রিলেটেড নিউজ

সেতুবন্ধন সুদৃঢ় আর গণমূখী, কল্যাণকর ও জবাবদিহিতার সোসাইটি প্রতিষ্ঠায় লড়ছেন সেলিম-আলী প্যানেল

প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে ‘সেলিম-আলী’ প্যানেলের শোডাউন

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ ও গণহত্যা দিবস পালিত

জ্যামাইকায় ‘সেলিম-আলী’ প্যানেলের সমাবেশ অনিয়ম ও দূর্নীতিমুক্ত সোসাইটি গড়ার অঙ্গীকার

নিউইয়র্কে ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএর নতুন সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক আমিনুল
.png)
বাংলাদেশ সোসাইটির ইসি’র প্রার্থী তালিকা প্রকাশ : ১৯ পদে দুই প্যানেলের ৩৭ প্রার্থী

সাংবাদিকদের সম্মানে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রীতিভোজ

GOVERNOR HOCHUL ANNOUNCES NEW COVID-19 TREATMENT PUBLIC AWARENESS CAMPAIGN TO EDUCATE NEW YORKERS WHO TEST POSITIVE FOR COVID-19