এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:
"জন্ম নিবন্ধন ও সুরক্ষা নিশ্চিত করুন " এই প্রতিপাদ্য ও সামনে রেখে ৩,৭৫০ জন শিশুর জন্মদিন উপলক্ষে উদযাপন করেছে ঠাকুরগাঁয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বুধবার ১৫ ই জুন,দুপুরে উপজেলার সদর অডিটরিয়ামে উক্ত কার্যক্রম টির আয়োজন করে সংস্থাটি। কি উপলক্ষে আলোচনা সভা ও জন্মদিনের উপহার হিসেবে শিশুদের মধ্যে বিভিন্ন প্রকারের ফল গাছের চারা বিতরণ ও বিছানার চাদর বিতরণ করা হয়। সংস্থাটির বার্ড ডে বাই সাংকস কর্মসূচির আওতায় শিশুদের কর্মসূচি শিশুদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন চারা ও বিছানা চাদর বিতরণ ছাড়াও কার্যক্রমের বেলন,ফেস্টুন উত্তোলন এর মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন আমন্ত্রিত প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটু, পরে সংস্থাটির এরিয়া কো অর্ডিনেটর সিনিয়র ম্যানেজার স্বপন মণ্ডলের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম ও এ পি ম্যানেজার লিউ বাট সিসিম সহ অন্যান্যরা।অনুষ্ঠানে বক্তারা বলেন,এ ধরনের কার্যক্রম আরও জোরদার করলে স্কুলগামী শিশুরা পড়াশোনায় আগ্রহী হবে। অভিভাবকগণ নিজ উদ্যোগে বৃক্ষরোপণ উৎসাহ পাবে। শতভাগ শিশু জন্ম নিবন্ধনে ও শিশুর সুরক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন অতিথিরা। এছাড়াও বক্তাগণ বাল্যবিবাহ বন্ধ কার্যকরী পদক্ষেপ গ্রহণ, সামাজিক নিরাপত্তা জোরদার করণ, মাদকমুক্ত দেশ ও শিশু সহিংসতা প্রতিরোধ সহ বিভিন্ন সচেতনামূলক বিষয়ে বক্তব্য পেশ করেন। একটি করে সর্বমোট ৩,৭৫০ টি বিছানার চাদর এবং ৯ টি ফলের চারা আম, পেঁপে,পেয়ারা, লিচু এভাবে ৩৩,৭৫০ টি বিভিন্ন চারা বিতরণ করা হয় বলে জানান সংস্থাটির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিও বাট চিসিম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উদ্যোগে শিশুদের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫, ১১:২৬ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

বড়দিন মানেই যেন স্বর্গীয় শান্তির নববারতা : বিশপ জের্ভাস রোজারিও

চলে গেলেন সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ

আবিদ রহমানের কিছু কবিতা

তিস্তা সেচ খালের নেমে প্রাণ হারালো স্কুল ছাত্র

স্বপ্নের পদ্মা সেতু--কাজী আসমা আজমেরী

রেডিও তেহরানের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক প্রদান প্রসঙ্গে কিছু কথা

ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্তরায়: সম্পাদক পরিষদ

আবার ঢাকায় শৈশব-কৈশোরের ও ছাত্র জীবনের বন্ধুত্ব -- হাসান ফেরদৌস